Type to search

কেশবপুরের রাজু’র প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক লাভ 

যশোর

কেশবপুরের রাজু’র প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক লাভ 

 

 কেশবপুর (যশোর) প্রতিনিধি:  যশোরের কেশবপুর উপজেলার কাজী রাজু আহমেদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক লাভ করেছেন। গত ১৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক পত্রে এতথ্য জানানো হয়েছে। কাজী রাজু আহমেদ হলো উপজেলার ধর্মপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। রাজু আহমেদ সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান হিসেবে কর্মরত।

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সাহসিকতা, ঝুঁকিপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ১০ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’ ও ৯ জনকে ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও ডিফেন্স (সেবা) পদক প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৭৫,০০০ টাকা এবং মাসিক ১,০০০ করে ভাতা পাবেন। প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক প্রাপ্তরা এককালীন অনুদান ৫০,০০০ টাকা এবং মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *