Type to search

কেশবপুরের ভেরচী বাজারে আওয়ামীলীগ প্রার্থী শাহীন চাকলাদারের কর্মীসভা অনুষ্ঠিত 

যশোর

কেশবপুরের ভেরচী বাজারে আওয়ামীলীগ প্রার্থী শাহীন চাকলাদারের কর্মীসভা অনুষ্ঠিত 

 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ যশোর-৬ (কেশবপুর) সংসদ উপনির্বাচন উপলক্ষে কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

ভেরচি বাজারে ৫ মার্চ বিকেলে অনুষ্ঠিত কর্মীসভায় গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুন কুমার দে এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগ নেতাশোভন লাল চক্রবর্তী এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভার প্রধান অতিথি যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার বলেন উপনির্বাচনে সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীককে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা এবং পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল।

স্বাগত বক্তব্য রাখেন, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক দিপংকর পাল, ৯নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর ফকির, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের সদস্য শোভন লাল চক্রবর্তী, গৌরিঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম মাসুদুর রহমান।