কেশবপুরের পাঁজিয়ায় আওয়ামীলীগ প্রার্থীর কর্মী সভা অনুষ্ঠিত
আমি যশোর জেলার সন্তান। এটা আমার এলাকা। আমি আপনাদের লোক, আপনাদের সাথে থাকতে চাই । কেশবপুর উপজেলার ৭নং পাঁজিয়া ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন।
তিনি আরও বলেন, কেশবপুরের লোক ঘরের দরজা খুলে ঘুমাবে, এখানে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। মাদক ব্যবসা, গুন্ডামী ও যুবসমাজকে ধ্বংস করে দিবে এমন কর্মকাণ্ড করার সুযোগ কাউকে দেওয়া হবে না। এখানকার মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা চাই আমাদের দেখে মানুষ যেন আওয়ামী লীগে যোগদান করে। নৌকা মার্কার ভোট বাড়াতে হবে, নেত্রী উন্নয়ন করেছে সেটি দেখে ভোটাররা আমাদের ভোট দিচ্ছে।
৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মীসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে ও ইউপি সদস্য শম্ভু নাথ বসু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কৃষকলীগের সভাপতি আলহাজ্ব নাহিদ হাসান এবং মহিলা লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল।
স্বাগত বক্তব্য রাখেন সাবেক পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইয়ার মাহমুদ, সাবেক ইউপি সদস্য শহিদুল্লাহ, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক নাজমূল হুসাইন।
আগামী ২৯ মার্চ যশোর-৬ কেশবপুর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।