কেশবপুরের আলতাপোল আশ্রয়ন কেন্দ্রে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ণ কেন্দ্রে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৮৩ হতদরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার সকালে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার নুসরাত জাহান, জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন, ইউপি সদস্য গৌতম রায়, সেনা ককর্মকর্তা, ত্যাগ অফিসার প্রমুখ।