Type to search

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হাতে ভ্যান চালক নিহত

জাতীয়

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হাতে ভ্যান চালক নিহত

আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ আজ (২৫-০৮-২০২০) রাত্রে চরগোপালপুর গ্রাম থেকে মেটন গ্রামের প্রবেশের পথে চরগোপালপুর শেষ সীমানায় ব্রীজ সংলগ্ন ধান ক্ষেতের ধারে ভ্যান চালক বশির উদ্দিন কে হত্যা করেছে। তার বয়স আনুমানিক ৫৫ বছর। ধারনা করা হচ্ছে কিছুদিন আগে তিনি একটি নতুন ভ্যান গাড়ি কিনে ছিলেন। এই ভ্যান ছিনতাই করতেই এই হত্যার ঘটনা ঘটে। মেটন গ্রামে তার শশুর বাড়ি। তিনি কুমারখালী থানার সাওতা গ্রামের মৃত: জসিম উদ্দিনের ছেলে। এবং মেটন গ্রামের মৃত: মুন্নাফ এর জামাতা। আমরা গোপালপুর কমলাপুর বাসীর পক্ষ থেকে এই নিন্দনীয় হত্যা কান্ডের নিন্দা জানায়। এবং যারা এই বিকৃত মস্তিষ্কহীন ভাবে এই ধরনের অপরাধ করেছে, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের জোর দাবী জানাচ্ছি।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *