Type to search

কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ১৫টি পরিবার পেয়েছে নতুন বাড়ি

জাতীয়

কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ১৫টি পরিবার পেয়েছে নতুন বাড়ি

স্টাফ রিপোর্টারঃ   কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ১৫টি পরিবার পেয়েছে নতুন বাড়ি।

উপজেলার জিনারী ইউনিয়নে চর-কাটিহারি গ্রামে সরকারি জমিতে নির্মাণ করা ঘড়ের চবি তুলে দেয়া হয় ওই পরিবারের মাঝে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ গুচ্ছগ্রামের উদ্বোধন করেন জেলা প্রশাসক সারোয়ার মুরর্শেদ চৌধুরী। উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামানসহ অনেকে। পরে গুচ্ছ গ্রামের ১৫টি পরিবারের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।

Tags: