কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ১৫টি পরিবার পেয়েছে নতুন বাড়ি
স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ১৫টি পরিবার পেয়েছে নতুন বাড়ি।
উপজেলার জিনারী ইউনিয়নে চর-কাটিহারি গ্রামে সরকারি জমিতে নির্মাণ করা ঘড়ের চবি তুলে দেয়া হয় ওই পরিবারের মাঝে। এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এ গুচ্ছগ্রামের উদ্বোধন করেন জেলা প্রশাসক সারোয়ার মুরর্শেদ চৌধুরী। উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল ও সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামানসহ অনেকে। পরে গুচ্ছ গ্রামের ১৫টি পরিবারের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।