Type to search

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারকে কঠোর বিধিনিষেধের তাগিদ বিশেষজ্ঞদের

জাতীয় বাংলাদেশ

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারকে কঠোর বিধিনিষেধের তাগিদ বিশেষজ্ঞদের

অপরাজেয়বাংলা ডেক্স: সারা দেশে বিভিন্ন জেলার পাশাপাশি রাজধানীতেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংক্রমণের রাশ টেনে ধরতে না পারলে সংক্রমণ আরও বাড়বে। এজন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের।  

দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। সবশেষ সোমবার ঢাকাকে বিচ্ছিন্ন করতে আশপাশের আবার সাত জেলায় আরেবদফা কড়াকড়ি আরোপ।

বিশেষজ্ঞরা বলছেন এবারের করোনার আতঙ্কের বিষয় হলো ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট। স্বাস্থ্যবিধি পুরোপুরি না মানলে সবাইকেই এর খেসারত দিতে হতে পারে।

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ জানান,’আমরা যখন জানতে পারছি যে কেউ করোনা আক্রান্ত হচ্ছেন, সাথে সাথে যদি একটা টিম তাদের বিচ্ছিন্ন করে ফেলে তাহলে সেখান থেকে আর নতুন করে রোগী হবে না। একইভাবে আমরা যদি এক শহর থেকে আরেক শহরে চলাচল বন্ধ করি, তহলে এক শহর থেকে আরেক শহরে করোনাভাইরাস ছড়াবে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের ভাইরাসবিদ ড. মো. ফিরোজ আহমেদ বলেন,’যতদিন পর্যন্ত আমরা ম্যাস ভ্যাকসিনেশনটাকে এনশিওর করতে না পারি; ততদিন পর্যন্ত কিন্তু আমাদের লকডাউন এবং কঠোর যে স্বাস্থ্যাবিধি আছে সেগুলো পালন করতে হবে। সেটাই একমাত্র উপায় ভাইরাসের এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণ করার।’

বিধিনিষেধের পাশপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে সরকারকে।ভাইরাসবিদরা বলছেন আশার কথাও। কখনো কখনো এই নতুন রূপ নেয়া ভাইরাস ভয়ঙ্কর হয় বা দূর্বল হয়েও যেতে পারে। তবে সেটি সময় সাপেক্ষ ও অনিশ্চিত বিষয়। ড. মো. ফিরোজ আহমেদ এ প্রসঙ্গে বলেন,’করোনাভাইরাসের যে ভ্যারিয়েন্ট এগুলো কিন্তু আসতেই থাকবে। এই যে ভাইরাসের নতুন নতুন মিউটেশন আসছে এগুলোর মধ্যদিয়ে ভাইরাসটা এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। অথবা অপেক্ষাকৃত দুর্বল ভাইরাস হিসেবে আমাদের সিস্টেমে থেকে যাবে।’

ডা. বে-নজির আহমেদ আরও বলেন,’নানা ধরণের ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হচ্ছে, তবে মূল ভ্যারিয়েন্ট হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টা ভ্যারিয়েন্ট এখন অন্য সব ভ্যারিয়েন্টকে ধীরে ধীরে হটিয়ে দেবে। এখন ৮০ভাগ ডেল্টা ভ্যারিয়েন্ট।’

মে মাসে সংক্রমণ কিছুটা কমে এলে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়।  তবে জুনের শুরুতে  করোনাভাইরাসের ডেল্টা ধরন ছড়িয়ে পড়তে শুরু করলে দেশে সংক্রমণ ও মৃত্যু আবারও বাড়তে থাকে। সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *