Type to search

‘করোনা মহামারিই সবচেয়ে গুরুতর’

আন্তর্জাতিক

‘করোনা মহামারিই সবচেয়ে গুরুতর’

অনলাইন ডেস্কঃ  বিশ্বে এখন পর্যন্ত যত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তার মধ্যে করোনা মহামারি সবচেয়ে গুরুতর। এমন মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে একথা বলেণ সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসাস। তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।

গত ৬ সপ্তাহে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিশ্বের সামনে এখনও অনেক কঠিন পথ বাকি রয়েছে বলে মনে করেন তিনি। করোনা পরিস্থিতি পর্যালোচনার জন্য চলতি সপ্তাহেই জরুরি কমিটির বৈঠক ডাকার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এদিকে, সংস্থাটির জরুরি কর্মসূচি বিষয়ক পরিচালক মাইক রায়ান বলেন, দীর্ঘ মেয়াদে সীমান্ত বন্ধ রাখা কোনও সমাধান নয়। নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় অনেক স্থানেই আবারও লকডাউনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। তবে সেটি কম সময়ের জন্য এবং নির্দিষ্ট এলাকায় সীমিত রাখার পরামর্শ দেন তিনি।

Tags: