করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে পার্বত্য চট্টগ্রামের সবকটি পর্যটন ও বিনোদন কেন্দ্র
স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাসের কারণে সারা দেশের মত ৫ মাস ধরে বন্ধ রয়েছে পার্বত্য চট্টগ্রামের সবকটি পর্যটন ও বিনোদন কেন্দ্র। এতে করে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে পর্যটনের ওপর নির্ভরশীল পেশাজীবীদের। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় এবারের ঈদেও কোন পর্যটক আসতে পারবে না। ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হোটেল মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় সম্ভাবনার এখাততে টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। যেখানে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে আপন মহীমায়। তাইতো বছরজুড়ে পর্যটকদের পদভারে মুখরিত থাকে পাহাড়ের এই জনপদ। তবে মহামারী করোনাভাইরাসের কারনে গেল মার্চমাস থেকে বন্ধ রয়েছে এখানকার পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সংকটের মুখে পড়েছে এখানকার পর্যটন খাত।
করোনা পরিস্থিতির উন্নতি হলেও আতংকের কারণে পর্যটন খাতে আস্থা ফেরানো সময় সাপেক্ষ বলছেন সংশ্লিস্টরা।
সিংক: এ কে এম রফিকুল ইসলাম, ইউনিট ব্যবস্থাপক,খাগড়াছড়ি পর্যটন মোটেল।
পে অফ: সম্ভাবনার পর্যটন খাতকে টিকিয়ে রাখতে আসন্ন ঈদকে সামনে রেখে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেয়া, আগামী দুই বছরের জন্য প্রতিষ্ঠানগুলোর ভ্যাট, সম্পূরক শুল্কসহ অন্যান্য কর মওকুফ করার দাবি জানিয়েছেন এখাতের উদ্যোক্তারা।