Type to search

করোনা থেকে সুস্থ দুই কোটি আট লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক

করোনা থেকে সুস্থ দুই কোটি আট লাখের বেশি মানুষ

অনলাইন ডেস্কঃ  বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৮৯ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ আট হাজার ৫৭০ চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৮৮৯ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি আট লাখ চার হাজার ২০৪ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৯ লাখ ৫০ হাজার ৩৫৪ জন, ভারতে ৩৬ লাখ ৯৯ হাজার ২৯৮, ব্রাজিলে ৩৫ লাখ ৫৩ হাজার ৪২১, রাশিয়ায় আট লাখ ৭৩ হাজার ৫৩৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৭৬ হাজার ৪২৩ জন, পেরুতে পাঁচ লাখ ৫৯ হাজার ৩২১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ৯২ হাজার ৮২০, মেক্সিকোতে চার লাখ ৬৭ হাজার ৫২৫, চিলিতে চার লাখ চার হাজার ৯১৯, ইরানে তিন লাখ ৪৪ হাজার ৫১৬, সৌদি আরবে তিন লাখ এক হাজার ৮৩৬, পাকিস্তানে দুই লাখ ৮৮ হাজার ৫৩৬, তুরস্কে দুই লাখ ৫৭ হাজার ৭৩১, জার্মানিতে দুই লাখ ৩৫ হাজার ৩০০, বাংলাদেশে দুই লাখ ৩৮ হাজার ২৭১, ইতালিতে দুই লাখ ১৩ হাজার ১৯১, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৮ হাজার ৪৭৫, কানাডায় এক লাখ ২০ হাজার ৭৫, ফ্রান্সে ৮৯ হাজার ৫৯ জন, ওমানে ৮৩ হাজার ৩২৫ এবং  চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৪ হাজার ৪০৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৮ হাজার ৯৮৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৬৯৯, সুইজারল্যান্ডে ৩৮ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৮ হাজার ২২৬, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৩৪০ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ২৪ হাজার ৫১১ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tags:

You Might also Like

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *