Type to search

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৩৫ লাখ

আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৩৫ লাখ

অনলাইন ডেস্কঃ করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৩৫ লাখ। প্রাণহানি ৮ লাখ ১১ হাজার। সুস্থ হয়েছেন ১ কোটি ৫২ লাখ।

ভারতে আরও ৬৯ হাজার শনাক্ত নিয়ে দেশটিতে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে। নতুন ৯১২ জনের মৃত্যুতে প্রাণহানি ৫৬ হাজার। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলিউড বিগবিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন।

যুক্তরাজ্যে একদিনে ৮৫৩, ফ্রান্সে ১ হাজার ৯শ৫৫, স্পেনে ২ হাজার ৬০ জন, তুরস্কে ১ হাজার ৪শ, জাপানের টোকিওতে ৯৫, রাশিয়ায় ৪ হাজার ৭শ, চীনে ১৬ আক্রান্ত। দক্ষিণ কোরিয়ায় ২৬৬ জন শনাক্তের পর রাজধানী সিউলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।

এক পরিবারে ৪ জন শনাক্তের পর, ফিলিস্তিনের গাজা উপত্যকায় লকডাউন দেয়া হয়েছে। আর্জেন্টিনা ও ইতালিতে প্রথম স্বেচ্ছাসেবীর শরীরে দেয়া হয়েছে করোনা ভ্যাকসিন।

এদিকে, করোনায় চিকিৎসায় প্লাজমা থেরাপি কার্যকারিতা মূল্যায়নে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *