Type to search

করোনায় আরো ৫৮ জনের মৃত্যু

জাতীয় বাংলাদেশ

করোনায় আরো ৫৮ জনের মৃত্যু

 অপরাজেয় বাংলা ডেক্স : মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে।

আজ শনিবার (৩রা এপ্রিল) করোনাভাইরাস নিয়ে বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

এর আগে শুক্রবার (২রা এপ্রিল) মহামারি করোনাভাইরাসে দেশে মারা যায় আরও ৫০ জন এবং করোনা শনাক্ত হয় ৬ হাজার ৮৩০ জন।

এদিকে ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৩রা এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি নয় লাখ ৪২ হাজার ১২৫ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৫২ হাজার ৮৯৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৫৪ লাখ ২২ হাজার ৮৭৪ জন।

এদিকে দেশে গতবছর অর্থাৎ ২০২০ সালের ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র, DBC বাংলা