করোনায় আরও ৩০ মৃত্যু

অপরাজেয় বাংলা ডেক্স
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৮৯৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৩২টি। এখন পর্যন্ত ৩১ লাখ ২২ হাজার ৪২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৩৬৭ জন। এখন পর্যন্ত মোট পাঁচ লাখ চার হাজার ৮৬৮ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৪১৬ জন এবং এখন পর্যন্ত চার লাখ ৪৪ হাজার ৩৪৫ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৮ দশমিক ৫৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ১৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৮ দশমিক ০১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।