Type to search

করোনার সংক্রমনের ভয় আর সাম্প্রতিক বন্যার কারণে থমকে গেছে ঈদ কেন্দ্রীক ব্যবসা

জাতীয়

করোনার সংক্রমনের ভয় আর সাম্প্রতিক বন্যার কারণে থমকে গেছে ঈদ কেন্দ্রীক ব্যবসা

করোনার সংক্রমনের ভয় আর সাম্প্রতিক বন্যার কারণে থমকে গেছে ঈদ কেন্দ্রীক ব্যবসা। বেঁচা-বিক্রি কম হওয়ায় উৎপাদন সামান্য; কোথঠর কোথাও বন্ধ হওয়ায় উপক্রম, ফলে সংকটের মুখে স্থানীয় কাপড়ের বাজার।

বরিশালের অদূরে বানারীপাড়ায় এখন সুনশান নীরবতা। পুঁজি হারিয়ে বিপাকে শত শত কাপড় ব্যবসায়ী। তালা ঝুলতে দেখা গেছে অনেক দোকান আর বিপনী বিতানে। ঈদুল আজহাতেও কাপড়ের বাজারে দেখা মিলছে না ক্রেতাদের। স্থানীয় কাপড় ব্যবসায়ীরা বলেন, গত ঈদুল ফিতরে দোকান বন্ধ থাকার কারনে অনেক লোকসান হয়েছে; এবারের ঈদে সেই ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠার প্রত্যাশা থাকলেও তা হয়নি বলে আফসোস ব্যবসায়ীদের। এ অবস্থায় সরকার থেকে ক্ষুদ্র ঋণ ব্যবস্থার আবদার করেছেন, বানারীপাড়া বন্দর কমিটির সভাপতি সুব্রত।

Tags: