কমরেড অমূল্য রতন বিশ্বাসের ৩৪ তম স্মরণসভা অনুষ্ঠিত
![](https://aparajeyobangla.com/wp-content/uploads/2021/05/0x394-copy-10-820x394-copy-37-820x394-copy-820x394.jpg)
স্টাফ রিপোর্টার : যশোর অভয়নগরে কমরেড অমুল্য রতন বিশ্বাস স্মৃতিরক্ষা কমিটি শনিবার বিকালে কমরেড অমূল্য রতন বিশ্বাসের ৩৪ তম স্মরণসভা পালন করে।
এ উপলক্ষে বিকাল পাঁচটায় তার স্মৃতিসৌধে পুষ্পান্জলি প্রদান ও নিত্য গোপাল রায়ের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা করেন কমরেড বৈকুন্ঠ বিহারী রায়, কমরেড চৈতন্য কুমার পাল, কমরেড ডাঃ শহিদুল হক, কমরেড নুর আলম, বাবু দশরথ বিশ্বাস প্রমুখ।