Type to search

কমছে ট্রাম্পের টুইটার ফলোয়ার

আন্তর্জাতিক

কমছে ট্রাম্পের টুইটার ফলোয়ার

অপরাজেয় বাংলা ডেক্স

ভোটে হেরে যাবার পর থেকে টুইটারে একে একে ফলোয়ারের সংখ্যা কমতে শুরু করেছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। তার টুইট করা ভুয়া তথ্য সমর্থন করার মানুষের সংখ্যা কমেই চলেছে। সাউথ চায়না মরনিং পোষ্ট জানায়।

ট্রাম্পের কথাবার্তার উপর নজরদারির জন্য তৈরি ফ্যাক্টবেস নামে একটি ওয়েবসাইট জানায়, ট্রাম্প এ-পর্যন্ত ১ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছেন।

অন্যদিকে, জো বাইডেন-এর ফলোয়ার বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ। ১৮ই নভেম্বর থেকে ট্রাম্পের ফলোয়ারের সংখ্যা দিনে প্রায় ১০০০ জনের মতো ধারাবাহিকভাবে কমতে শুরু করে ।

সম্প্রতি এক সিএনএন রিপোর্টার মন্তব্য করেন যে, যদিও টুইটারে ফলোয়িং-এর সংখ্যা খুব একটা গুরুত্বপূর্ণ মাপকাঠি নয়, তবু ট্রাম্পের ফলোয়ারের সংখ্যার বিপুল পতন বেশ লক্ষ্য করার মতো বিষয়।

ফ্যাক্টবেসের রিপোর্ট অনুযায়ী, গত ১২ দিনে ( ১৮ই নভেম্বর-৩০শে নভেম্বর ), ফলোয়ারের সংখ্যা কমেছে প্রচুর।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *