ওয়াহিদা হত্যাচেষ্টা মামলার ২ আসামি ৭ দিনের রিমান্ডে
ডেস্ক রিপোর্টঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার মামলায় দুই আসামি নবিরুল ইসলাম ও সান্টু কুমারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর জেলা চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
ঘোড়াঘাট থানায় দায়ের হওয়া এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাম জাফর এই তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার তিন আসামির মধ্যে নবিরুল ইসলাম ও সান্টু কুমারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত সাত দিন মঞ্জুর করেছেন।
অপর আসামি যুবলীগ থেকে সদ্যবহিষ্কৃত আসাদুল হক অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর র্যাব এই তিন আসামিকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করে।