Type to search

ওসি প্রদীপসহ আসামিদের রিমান্ড শুরু আজ

জাতীয়

ওসি প্রদীপসহ আসামিদের রিমান্ড শুরু আজ

ডেস্ক রিপোর্টঃ সিনহার সহযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিনের শুনানিও হবে আজ।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফ থানার ওসি প্রদীপ দাসসহ আসামিদের রিমান্ড শুরু আজ। ওসি প্রদীপ, ইনসপেক্টর লিয়াকত ও নন্দলাল রক্ষিতের স্বাস্হ্য পরীক্ষার পর র‌্যাব তাদের হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু করবে।

র‌্যাব-এর দাবী হত্যা মামলায় সাত আসামিকেই সাতদিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন আদালত। তবে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের দায়ের করা হত্যা মামলায় রিমান্ড পাওয়া প্রথম তিন আসামিকেই তাদের হেফাজতে নেবে র‌্যাব।

এদিকে, সিনহার সহযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিনের শুনানিও হবে আজ। শিপ্রার বিরুদ্ধে করা পুলিশের মাদক মামলায় গত ৫ই আগস্ট জামিনের আবেদন জানানো হয় আদালতে। আবেদনের শুনানির জন্য আজ দিন নির্ধারণ করে আদালত।

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *