Type to search

এ কেমন বর্বরতা বাগেরহাটে দেড় শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

জাতীয়

এ কেমন বর্বরতা বাগেরহাটে দেড় শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

আবু হানিফ, বাগেরহাট অফিসঃ বাগেরহাটের বাদেকাড়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক সুপারি ও বিভিন্ন ফল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।শনিবার দুপুরে শহরতলীর বাদেকাড়াপাড়া গ্রামের ৬৬ শতক জমির উপর লাগানো এসব গাছ কাটা হয়।এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।পার্শ্ববর্তী আমজাদ শেখ এর পুত্র টিপু,মোহাম্মদ আলী,বরকত আলী ও ইনছান এর পুত্র শেখ ইদ্রীস আলীর নেতৃত্বে দা,লাঠিসোটাসহ বিভিন্ন অশ্রে শশ্রে সজ্জিত হইয়া আমার ভোগ দখলীয় বাগানে অনাধিকার প্রবেশ করে টিপু ও ইদ্রীসসহ কয়েকজন এই অমানবীয় কাজ করেছেন বলে বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ শেখ নুর মহম্মদ।এসময় তার স্ত্রী ফরিদা বেগম বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে মারপিট এর ভয় দেখায়।এর আগেও দুই বার এভাবে একই জমির গাছ কেটে ফেলেছে ইদ্রীস শেখ বাবু শেখ।ক্ষতিগ্রস্থ নুর মহম্মদ বলেন,পৈত্রিক সুত্রে প্রাপ্ত আমার বাবা এবং আমি ওই জমি ভোগ দখল করে আসছি।দাদা জীবিত থাকাবস্থায় থেকে এখন পর্যন্ত আমি জমিটি ভোগ দখল করছি।কিন্তু হঠাৎ করে পার্শ্ববর্তী পরসম্পদ লোভী টিপু ও ইদ্রীস গংরা নানান কারন দেখিয়ে আমাদের দখলীয় সম্পত্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষানিত হয়ে স্থানীয় কতিপয় দুস্কৃতিকারীদের দিয়ে নিয়ে রাতের আধারে আমার বাগানের নারকেল,শুপারি, পেপে,কলা,আম চুরি করিয়া তারা আত্বসার্থ করে।এর আগে জুন মাসেও এক বার আমার ওই জমিতে লাগানো গাছ কেটে ফেলেছে।আমরা শান্তি প্রিয় মানুষ বলে এসব অত্যাচারের কোন বিচার পাই না।কোথাও বিচার চাইতে গেলে দুস্কৃতিকারীদের পক্ষে নিয়ে নেয় প্রভাবশালীরা।স্থানীয় ইউপি সদস্য মো: বাবুল হোসেন প্রতিবেশী আকতার হোসেন মুক্ত,শেখ বাবর আলী,তুহিন শেখ বলেন, আমাদের জীবনেও এমন অমানবিক কাজ দেখিনি।দীর্ঘদিন ধরে নুর মহম্মদ এই জমি ভোগ দখল করছেন।তার উপর এধরনের বর্বরোচিত অত্যাচার মেনে নেওয়া যায়না।টিপু ও ইদ্রীস এর নেতৃত্বে যে গাছ কাটা হয়েছে আমরা এর সুষ্ঠ বিচার চাই।ব্যবসায়ী মনির হাওলাদার বলেন,একজন সচেতন মানুষ কিভাবে ফলজ গাছ কেটে কিভাবে এমন ক্ষতি করে আমি এ ভেবে পাইনা। তাদের পশু ছাড়া কিছুই বলার নেই আমার।এছাড়াও কয়েকজন প্রতিবেশী বলেন,স্থানীয় এক নেতার ছত্রছায়ায় থেকে কয়েকজন যুবক এলাকার মানুষকে অতিষ্ট করে তুলছে।মাদক সেবন করে বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি করে বেড়াচ্ছে তারা।তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে।এমনকি শারীরীকভাবেও হেনস্তা করে ওই বখাটে লোকজন।অভিযুক্ত টিপু ও ইদ্রীস বলেন,আমরা জানিনা ,কে বা কাহারা এই জগন্য কাজ করেছে। পুর্ব শক্রতার কারনে এখন আমাদের নামে গাছ কাটার অভিযোগ দিয়ে অপপ্রচার চালাচ্ছে। বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেণ,নুর মহম্মদ শেখ এর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি।এমন জগন্য ঘটনা যেই করুক তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: