এরশাদের শরীরের কোনো অঙ্গ ঠিকমতো কাজ করছে না
অপরাজেয় বাংংলা ডেক্স-জাতীয়পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের শরীরের কোনো অঙ্গ ঠিকমতো কাজ করছে না। অঙ্গপ্রত্যঙ্গের কাজ কৃত্রিমভাবে চালানো হচ্ছে। চিকিৎসকেরা বলছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এইচ এম এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। তিনি বলেন, আজ সকালেই তিনি চিকিৎসকদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। সেখান থেকে তিনি এসব তথ্য জেনেছেন।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদ সম্মেলনে এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, এরশাদের রক্তে যে সংক্রমণ ছিল, তা কমে গেছে। তবে চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কাদের বলেন, এরশাদের খাবার হজম হচ্ছে না। লিভার পুরোপুরি কাজ করছে না। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে বিদেশ নেওয়া সম্ভব না। সম্মিলিত সামরিক হাসপাতালেই বিশ্বমানের চিকিৎসা হচ্ছে।
আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।