Type to search

এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ মুক্তিযোদ্ধা সন্তানদের

জেলার সংবাদ

এবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ মুক্তিযোদ্ধা সন্তানদের

অপরাজেয় বাংলা ডেক্স

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে, বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মুক্তিযোদ্ধার সন্তানরা এই অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ শওকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, মহব্বত হোসেন, নকীব সিরাজুল হক, মন্নু হাজরা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বাগেরহাট আহবায়ক আজিজুর রহমান, সদস্য সচিব শেখ আরাফাত হোসেন সুমন, সদর উপজেলার আহ্বায়ক জব্বার দর্জি, নাজমুল হাসান পলাশ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এসেছিলো। যারা তার ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করছে তারা স্বাধীনতা বিরোধী। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের কঠোর বিচার করতে হবে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটতে পারে সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্বা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ একাত্ততা প্রকাশ করেন।

সূত্র, DBC বাংলা