Type to search

একযুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

অভয়নগর

একযুগ পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

একযুগ পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক কারবাবি বিল্লাল হোসেনকে নড়াইলের বৌবাজার থেকে গ্রেফতার করেছে যশোর র্যাব- ৬। গ্রেফতারকৃত আসামী বিল্লাল হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত সোবহান হোসেন ভূঁইয়ার ছেলে। আজ বৃহস্পতিবার (২ মার্চ) প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান জানান,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবত যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক কারবার পরিচালনা করে আসছিল। গত ২০১১ সালের অক্টোবর মাসে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গোপালগঞ্জ ডিবি পুলিশের তাকে গ্রেফতার করে। পরে আদালত থেকে জামিন পেয়ে সে তার মাদক কারবার পুনরায় চালু করে। এই মামলার বিচার শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী বিল্লাল হোসেনকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। এরপর থেকেই আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত করে বুধবার মধ্যরাতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল নড়াইল বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *