উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বাড়ছে মধ্যাঞ্চলে
নিজস্ব প্রতিবেদকঃ
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানি বাড়ছে মধ্যাঞ্চলে। ঢাকার আশপাশে পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
গাজীপুরের তুরাগ নদীর পানি বেগে টংগী ও আশেপাশের এলাকায় পানিতে ডুবে গেছে অনেকে বসতি ঘর। পানি বাড়ায় ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। টংগী মিলগেট নামাবাজার বস্তি, কলা বাগান বস্তি ও জিন্নাত এলাকায় চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ। স্থানীয়রা বলছেন একদিকে করোনা আবার বন্যার পানি আসায় মানবেত দিন কাটাচ্ছেন তারা। তাই ত্রাণের দাবি তাদের।