Type to search

উখিয়া এনজিও কর্মীর জুলন্ত লাশ উদ্ধার

জাতীয়

উখিয়া এনজিও কর্মীর জুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বাংলা জার্মান সম্প্রতি (বিজিএস) এর কোয়ার্টার থেকে মোঃ ইউনুস নামের (৩২)বছরের এক যুবকের ঝুলন্ত অবস্হায় লাশ উদ্ধার করেছে পুলিশ। (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর ১/৩০ দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর এলাকায় তোতা মিয়ার পুত্র বলে জানা গেছে। সে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এনজিওতে কর্মরত ছিলেন। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, দুপুরে খবর পাই বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) কোয়ার্টারে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ ঝুলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময়ের মধ্যে উখিয়া থানার পুলিশ একটি দল ঘটনা স্থলে পৌঁছে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার মূল কারণ কি তা এখনো জানা সম্ভব হয়নি বলে জানান ওসি মরজিনা।

Tags: