ঈদসহ যেকোন ছুটিতেও করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ ঈদসহ যেকোন ছুটিতেও করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন। জানান ঈদের সময় করোনা সংক্রমণ বাড়তে পারে। মহামারির মধ্যে সবসময় মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা তার মন্ত্রণালয়ের হাতে নেই।