Type to search

ঈদকে সামনে রেখে খাগড়াছড়িতে হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয়

ঈদকে সামনে রেখে খাগড়াছড়িতে হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

এফ এইচ সুমন:  গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধি-  ২৪ পদাতিক ডিভিশন সদর দপ্তর ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক নির্দেশনায় আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে করোনা মহামারীতে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন। সকালে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাল, ডাল, তেল, চিনি, আটা, সুজি, গরুর মাংস, সাবান এবং মাস্ক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান ও মাটিরাঙ্গা, লক্ষীছড়ি এবং সিন্দুকছড়ি জোন কমান্ডারগণ। খাদ্য সামগ্রী বিতরণকালে গুইমারা রিজিয়নের সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ঘন ঘন হাত ধোয়ার পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান করেন রিজিয়ন কমান্ডার।
Tags: