ইউপি চেয়ারম্যান পদ-প্রার্থী হতে চান মোঃ মুবাশ্বির আহমেদ মনির
আবুসায়েমঃ সুনামগজ্ঞ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলার আওতাধীন ৩নং দক্ষিন বড়দল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদ-প্রার্থী হতে চান মোঃমুবাশ্বির আহমেদ মনির।। তাহিরপুর উপজেলা গরিব -দুঃখী মেহনতি মানুষের বন্ধু,মোঃ মুবাশ্বির আহমেদ মনির এক সাক্ষাৎকারে বলেন- তিনি মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধের নিশ্চিত করে একটি উন্নত ডিজিটাল ইউনিয়নে পরিনত করার লক্ষে,তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগনের সামনে নিজেকে উপস্থাপন করেছেন।তিনি আরো বলেন উনার প্রথম কাজ হবে এলাকায় মাদকের বিরুদ্ধে। কারণ এ মাদকের কারণে তরুণ সমাজ আজ ধ্বংসের পথে। ৩নং বড়দল দক্ষিন বড়দল ইউনিয়নে আওতাদিন ৫নং ওয়ার্ড কাউকান্দি গ্রামের বাসিন্দা সারোয়ার হোসেন সেফুল বলেন আমরা এরকম একজন চেয়ারম্যান চাই।