Type to search

‘ইউএনও ওয়াহিদা খানম অনেকটাই শঙ্কামুক্ত’

অন্যান্য

‘ইউএনও ওয়াহিদা খানম অনেকটাই শঙ্কামুক্ত’

ডেস্ক রিপোর্টঃ  ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে: চিকিৎসক।

দুর্বৃত্তের হামলার শিকার ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের মাথার সেলাই কাটা হয়েছে। তিনি এখন অনেকটাই শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান জাহেদ হোসেন।

শনিবার সকালে, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের পরিস্থিতি সম্পর্কে ডাক্তার জাহেদ বলেন, অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। ডান হাতের কনুই পর্যন্ত নাড়তে পারছেন, সলিড খাবান খেতে পারছেন তিনি। তবে কেবিনে নেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

ইউএনও ওয়াহিদাকে এখনো বেডে স্থানান্তরের সিদ্ধান্ত হয়নি জানিয়ে ডা. জাহেদ হোসেন বলেন, আরও দু-একদিন অবজারভেশনে রাখা হবে। আপাতত কেবিনে স্থানান্তর করছি না। কারণ তাকে কেবিনে স্থানান্তর করলে অনেক বেশি ভিজিটর এখানে ভিড় করবেন। সেক্ষেত্রে তার ইনফেকশনের শঙ্কা বেড়ে যায়। সেজন্য আমরা তার শারীরিক অবস্থা বুঝে আরও দু-একদিন পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।

তিনি বলেন, এটা বলা যায়, যেখানে তার চিকিৎসা চলছে সেটাও কেবিনের মতোই এইচডিইউ। এখানে তার উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে।

দোসরা সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের বাড়িতে জখম করা হয় তাকে ও তার বাবাকে। পরের দিন হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে ভর্তি করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে।

Tags: