হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ জানাজা ও দাফনের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তার জানাজাকে ঘিরে অপ্রিতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের চার উপজেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার ভোর চারটার সময় শফীর মরদেহবাহী এম্বুলেন্স চট্টগ্রামের পথে রওনা হয়। তার অনুসারীদের এক পক্ষ দাবি তোলেন ঢাকায় তার জানাজা পড়ার। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় জানাজা ও দাফন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়।
পরে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে তাকে রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে হাজারো অনুসারীদের শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় চট্টগ্রামের উদ্দ্যেশে রওনা দেয় শফীর মরদেহবাহী এম্বুলেন্স।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে মাঠে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও দায়িত্বে থাকবেন ম্যাজিস্ট্রেট।