Type to search

আসন্ন বৃষ্টির মৌসুমে ভবদহের জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর

আসন্ন বৃষ্টির মৌসুমে ভবদহের জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল খনন সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রী কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এড. কামরুজ্জামান,ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির যুগ্ম আহবায়ক ও মণিরামপুরের কুলটিয়া ইউপি ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সদস্য সচিব ও অভয়নগরের পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, আন্দোলন কমিটির নেতা প্রভাষক মদন মোহন চক্রবর্তী, শফি কামাল, আক্তারুজ্জামান, মশিয়াহাটী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনি শান্ত ম-ল,সাবেক উপাধ্যক্ষ ফিরোজ উদ্দিন প্রমুখ। এ ব্যাপারে ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির আহবায়ক ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, চলতি মে মাসের শুরু থেকে ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা শুরু হয়েছে।অভয়নগর ও মণিরামপুর উপজেলার কয়েকটি গ্রামসহ শত শত মৎস্য ঘের ঝুঁকির মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের জরুরী ভিত্তিতে কাজ প্রয়োজন। প্রথমত সরকারি খালগুলো থেকে অবৈধ নেট-পাটা ও ভেশাল অপসারণ করা। এছাড়া জুন মাসের মধ্যে টিআরএম চালু করা সহ আমডাঙ্গা খাল খনন কাজ বাস্তবায়ন করা।দ্রুত সময়ের মধ্যে ঘোষিত দাবি বাস্তবায়ন করা না হলে ভবদহ অঞ্চলের ২৭ গ্রামের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়বে, কোটি কোটি টাকার ক্ষতি হবে মৎস্য ঘের সহ ফসলের। তিনি আরো বলেন, এ ব্যাপারে আগামী শনি অথবা রবিবার পানি সম্পদ মন্ত্রণালয়, যশোর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশ করা হবে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ডের আন্তরিকতা প্রয়োজন বলে তিনি মনে করেন।