আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসএম ইয়াকুব আলী’র গণসংযোগ ও পথসভা
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের পাড়া,মহল্লা, ইউনিয়ন, স্থানীয় গুরুত্বপূর্ণ এলাকা ও হাট-বাজারে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের জালালপুর ও টেংরামারি বাজারে পথ সভা ও গণসংযোগ করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা যশোর এর চেয়ারম্যান, জননেতা জনাব আলহাজ্ব এস এম ইয়াকুব আলী।
তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রকাশিত স্মারক গ্রন্থ বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মণিরামপুর পৌরসভার সাবেক কাউন্সিলর গৌর কুমার ঘোষ, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আহাদুল করিম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহাবুর রহমানসহ অন্যান্য নেতা ও কর্মীরা।
খেদাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৯ যশোর-৫ মনিরামপুর আসনে প্রধানমন্ত্রীর বেছে নেয়া সবচেয়ে সুন্দর ফুল হিসেবে আলহাজ্ব এস এম ইয়াকুব আলীকে দেখতে চান।
তারা আরও বলেন, একমাত্র তিনিই পারবেন মনিরামপুরকে একটি ফুলের বাগান হিসেবে গড়ে তুলতে।