আরও ২০ রাশিয়ান নাগরিকের ওপর জাপানের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তির দেশ রাশিয়া সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেনে। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। বিগত ১২ দিনের এই অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ।
এমন পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে ব্যবসায়ী ও কর্মকর্তাসহ আরও ২০ রাশিয়ানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। মঙ্গলবার (৮ মার্চ) জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাদের তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় রয়েছেন- ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের প্রথম উপপ্রধান সের্গেই কিরিয়েঙ্কো, প্রেসিডেন্সিয়াল প্রশাসনের উপপ্রধান দিমিত্রি কোজাক এবং চেচনিয়ার প্রধান নেতা রমজান কাদিরভ।
তালিকায় রাশিয়ান ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন রোটেনবার্গ ব্রাদার্স, গেনাডি টিমচেঙ্কো ও আলিশার উসমানভ।
নিষেধাজ্ঞার আওতায় থাকা দু’টি সংস্থা হলো- দ্য ইন্টারনেট রিসার্চ এজেন্সি ও বেসরকারি মিলিটারি কোম্পানি ওয়াগনার।
এ ছাড়া জাপান বেলারুশের ওপর নিষেধাজ্ঞার আরেকটি তালিকা প্রকাশ করেছে, যার মধ্যে ১২ ব্যক্তি এবং ১০ বেলারুশিয়ান কোম্পানি ও সংস্থা রয়েছে।
সূত্র : তাস