
নিজস্ব প্রতিবেদকঃ আম্পানে ক্ষতিগ্রস্ত দেশের উপকূলীয় এলাকা, এবার ভাসছে জোয়ারের পানিতে। এতে সব হারিয়ে দিশেহারা ওই এলাকার হাজারো মানুষ।
খুলনা ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি বাঁধ ভেঙে, পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সাতক্ষীরা সদর, আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলায় বাঁধ ভাঙায়, পানিবন্দি লাখো মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ।
একই অবস্থা বরগুনা ও ভোলাসহ উপকূলীয় এলাকাজুড়ে। এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।