Type to search

আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূল এবার ভাসছে জোয়ারের পানিতে

জাতীয়

আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূল এবার ভাসছে জোয়ারের পানিতে

নিজস্ব প্রতিবেদকঃ আম্পানে ক্ষতিগ্রস্ত দেশের উপকূলীয় এলাকা, এবার ভাসছে জোয়ারের পানিতে। এতে সব হারিয়ে দিশেহারা ওই এলাকার হাজারো মানুষ।

খুলনা ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি বাঁধ ভেঙে, পানি ঢুকে পড়েছে লোকালয়ে। সাতক্ষীরা সদর, আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলায় বাঁধ ভাঙায়, পানিবন্দি লাখো মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি। ভেসে গেছে পুকুরের মাছ।

একই অবস্থা বরগুনা ও ভোলাসহ উপকূলীয় এলাকাজুড়ে। এ অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ।

Tags: