সোনার দাম আবারো ভরিতে কমলো ১১শ ৬৬ টাকা। নতুন দাম বুধবার থেকে কার্যকর হবে।
এর আগে ২৫ নভেম্বর ভরিতে কমেছিলো ২হাজার ৫০৭ টাকা। সবমিলিয়ে এক সপ্তাহের মধ্যে ভরিতে মোট দাম কমলো ৩হাজার ৬৭৩ টাকা। চলতি বছরে সব মিলিয়ে ৬ দফা সোনার দাম কমলো স্বর্ণের বাজারে।
২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম হবে ৭২ হাজার ৬৬৬ টাকা।
সূত্র, DBC বাংলা