সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, সিলেট নগরীর আখালিয়ায় বিজিবি গেটের বিপরীতে আবর্জনা ফেলার স্তুপে নবজাতকের লাশ দেখতে পান স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। নবজাতকটি একদিনের ছেলে শিশুর। তবে শিশুটিকে কারা ফেলে গেছে তা জানা যায়নি।
লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।
সূত্র, DBC বাংলা