গত ২রা সেপ্টেম্বর ২৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২২ জনের উপস্থিতিতে অভিযোগ গঠন শুরু হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। মামলার ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।
গেলো বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। পরেরদিন চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরারের বাবা।
১৩ই নভেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলার ২২ আসামি কারাগারে থাকলেও পলাতক তিনজন। এরমধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন আটজন। আসামিরা সবাই নিহতের সহপাঠি ও বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।
সূত্র: DBC News