আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় জিডি

শেখ নাজমুল হোসেন (মিঠু) : পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বকশিয়া গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জোর পূর্বক পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ ।গত বুধবার( ৩১শে মার্চ) দুপুরে ওই গ্রামের আব্দুর রশিদ মালীর জমিদখলের জন্য প্রতিপক্ষ লোকজন নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরী করেছে ।
এলাকাবাসী ও থানা ডায়েরী সূত্রে জানা যায়,বকশিয়া গ্রামের মৃত আকের আলী মালীর ছেলে রশিদ মালী (৫৬) বকশিয় মৌজায় ৯৭৫ দাগের ২৮ শতক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বর্তমানে এ জমি নিয়ে সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিঃ আদালতে (এডিএম) ১৪৫ ধারার ১২৯১/১৯ নং এবং বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে সাতক্ষীরার ২৮১৪/১৫ নং এবং সহকারী কমিশনার ভূমি আদালতে ১৫০ ধারা মতে একটি সহ সর্বমোট ৩টি মামলা চলমান আছে। এ ঘটনার জের গত বুধবার ৩১শে মার্চ দুপুরে তারা লাঠি সোটা নিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে জোর পূর্বক জমি দখলের চেষ্টা চালায়।এসময় বাদী বাঁধা দিতে গেলে তাহাকে হত্যার হুমকি প্রদর্শন করে এবং তাকে জমি থেকে চলে যেতে বলেন। তখন বাদী আব্দুর রশিদ মালীর ডাকে প্রতিবেশিরা ছুটে আসলে দখলবাজরা তখন স্থান ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনা ভুক্তভোগী আব্দুর রশিদ জানান আমাদের পৈত্রিক সম্পত্তি হতে ঈদগাহের নামে ০৪ শতক জমি দান করেছি। মসজিদ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক ঈদগাহের নামের জমিতে বিদেশী অর্থায়নে বকশিয়া বালিগাদা বায়তুন নূর জামে মসজিদ নির্মাণ করেন। মসজিদ কমিটির সভাপতি রহমত শেখ ও সাধারণ সম্পাদক আঃ হালিম মোড়লের যোগসাজসে আদালতের নির্দেশনা অমান্য করে এবং ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের একের পর এক হেনস্তা করেই চলেছে। পাটকেলাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।