আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে একজনের মৃত্যু
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই উপজেলার ফুলবাড়ি গ্রামে আজ শুক্রবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে শাহীন খন্দকার (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। শাহীন উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি একজন কৃষক ছিলেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে শাহীন খন্দকার নিজ বাড়ির পার্শ্বে খড়ের পালার কাজ করছিলেন। কাজের এক এক পর্যায়ে আত্রাই পল্লী বিদ্যুতের মেইন লাইনের ৩৩ ভোল্টের তার ছিটকে পড়ে তার শরীরের উপর সংঙ্গে সঙ্গে শাহীন মাটিতে পড়ে যায়। বিষয়টি পার্শ্বের লোক জন টের পেয়ে তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -এ ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ইউনিয়ন চেয়ারম্যানের মোবাইলে খবর পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে।