তিনি জানান, প্রথম দফায় টিকা পাবেন এক কোটি স্বাস্থ্যকর্মী ও ২ কোটি সম্মুখসারির কর্মী। এসব কর্মীর মধ্যে রয়েছেন পুলিশসহ মহামারি মোকবিলায় নিরলস কাজ করে যাচ্ছেন এমন লোকজন।
এছাড়াও বয়সভেদে অসুস্থদের অগ্রাধিকার ভিত্তিতেও ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এরই মধ্যে ভারতের সব রাজ্যে শুরু হয়েছে টিকা প্রদানের মহড়া। জুলাই পর্যন্ত কয়েক দফায় ৩০ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও জানান, ভারতের স্বাস্থ্যমন্ত্রী।
এরআগে নতুন বছরের প্রথম দিনেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় দেশটির সরকার। চলতি মাসের মাঝামাঝি থেকে দেশটিতে টিকার প্রয়োগ শুরু হচ্ছে এমন আভাস দিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।
সূত্র, DBC বাংলা