আজ থেকে নওয়াপাড়া নৌবন্দর সহ সারা দেশে নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট শুরু
নওয়াপাড়া অফিস- ১১ দফা দাবি আদায়ের লক্ষে শুত্রবার রাত ১২ টার পর থেকে সারা দেশে নৌ-যান ফেডারেশনের ধর্মঘট শুরু হয়েছে। পূর্ব ঘোষনা মোতাবেক সারা দেশের ন্যায় নওয়াপাড়া নৌবন্দরে শ্রমিকেরা ধর্মঘটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শুক্রবার বিকালে এ উপলক্ষে এক সভা নওয়াপাড়া নৌযান ফেডারেশনের অফিসের সামনে অনুষ্ঠিত হয়। সভায় আন্দোলন পরিচালনার জন্য একটি আহবায় কমিটি গঠন করা হয়।কমিটির আহবায় হলেন, মোস্তফা মাষ্টার, যুগ্ম আহবায় হাসান আলী মাষ্টার, সদস্য সিরাজ ড্রাইভার, সেন্টু ড্রইভার, মিজান ড্রাইভার, জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, হাবিব হোসেন, সোহাগ আলী ও নিয়ামুল ইসলাম। এদিকে নৌযান শ্রমিক ধর্মঘটের কারনে আগামী কাল ঘাটে লোড আন লোড বন্ধ হওয়ায় ২০/২৫ হাজার শ্রমিক বেকার বসে থাকবে। ব্যাংক লেন দেনে ভাটা পড়বে,সার ও কয়লার মোকামে বেচা কেনায় ধস নামবে বলে মনে করছেন ব্যবসায়ি মহল।