Type to search

আকিজ জুট মিলস্ আবারো অ্যাওয়ার্ডে ভূষিত হলো

অভয়নগর

আকিজ জুট মিলস্ আবারো অ্যাওয়ার্ডে ভূষিত হলো

স্টাফ রিপোর্টার: শিল্পখাতে অবদান রাখায় আকিজ জুটমিলস আবারো অ্যাওয়ার্ডে ভ’ষিত হলো। ধারাবাহিক উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির জন্য ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় রপ্তানী কারক প্রতিষ্ঠান আকিজ জুট মিলস। পাট-সূতা উৎপাদন ও রপ্তানীতে বিশ্বব্যাপী সমাদৃত ও সেরা রপ্তানীকারক প্রতিষ্ঠান যশোরের শিল্প-বানিজ্য ও বন্দর নগর নওয়াপাড়ায় অবস্থিত আকিজ জুট মিলস্ লিঃ।

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে আকিজ গ্রুপের চেয়ারম্যান সিআইপি সেখ নাসিরুদ্দিনের হাতে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

২০১৯ সালের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গুণগতমানের পণ্য তৈরির তথ্য যাচাই করে এ পুরস্কার দেয়া হয়েছে। অ্যাওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠানটিকে ট্রফি ও সনদ দেয়া হয়েছে। ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) ২০১২ সাল থেকে এ অ্যাওয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে।

শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।