আকিজ গ্রুপের অনুদান গ্রহণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাজেয় বাংলা ডেক্স-আকিজ গ্রুপের চেয়ারম্যান্ সেখ নাসির উদ্দীন, (সিআইপি) রোববার(আজ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এম পি’র হতে পুলিশ হাসপাতালের জন্য অনুদান তুলে দিলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। জানাগেছে, বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ হাসপাতাল এর জন্য আকিজ গ্রুপের পক্ষ থেকে ১০০টি আইসোলেসন বেডসহ, আইসিইউ ম্যাশিন, কাডিয়াক ম্যাশিন, অক্সিজেন সিলিন্ডার সহ ডাক্তারদের জন্য হেলমেট টাইপ পিপিই সহ স্প্রে রুম এবং অনান্য মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেন।
(খবর বিজ্ঞপ্তির)