আকিজ ইনস্টিটিউটের ইঞ্জি. পিয়াস পালের ঠাকুরমার ইন্তেকাল

সৈয়দ আরাফাত হোসেন তাজ: আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জি. পিয়াস পালের ঠাকুরমা মৃত. প্রফুল্ল চন্দ্র পালের স্ত্রী ঝরনা পাল নড়াইল জেলার, নড়াইল সদর উপজেলার, মহিষখোলা গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেছেন।
আজ ২২ মার্চ, ২০২২ মঙ্গলবার রাত ৮:০০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রায় শতবর্ষের কাছাকাছি ঝরনা পাল (৯৬) বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং তিনি গত মাসে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ডাক্তার অপারগতা প্রকাশ করে ফেরত দিলে পরিবারের সদস্যরা তাকে বাসায় এনে অক্সিজেন সরবরাহ সহ অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করছিলেন। মৃতকালে তিনি ৩ পুত্র, ১ নাতি (ইঞ্জি. পিয়াস পাল) ও ২ পুতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল বুধবার সকালে শিখালি শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠিত হবে। ইঞ্জি. পিয়াস পালের ঠাকুরমার মৃত্যুতে আকিজ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইঞ্জি. রাউফ-উল-রারী মহোদয়সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত। অত্র প্রতিষ্ঠানের সকলে তার বিদেহী আত্মার সদগতি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।