আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাবুল ফারাজীকে সংবর্ধনা দিলো বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোর-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাঘারপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
এদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন বিশ্বাস, সাবেক সিনিয়র সহসভাপতি আবু বক্কার শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, বাঘারপাড়া দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, যশোর জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বাঘারপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিল্টন, আওয়ামী লীগ নেতা মাস্টার এমদাদ হোসেন,অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী নজরুল ইসলাম, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা, সহসভাপতি ও নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজঘাট-নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক সফি কামাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, বাঘরপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ জালালসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে এদিন বিকেল সাড়ে ৩ টায় এনামুল হক বাবুল বাঘারপড়ায় পৌঁছালে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী মুহুমুহু করতালির মাধ্যমে বরণ করে নেন। সংবর্ধনার জবাবে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল সবার সহযোগিতা কামনা করেন।