আইভি রহমানের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান সবসময় রাজপথেই কাজ করেছেন। তিনি ছিলেন নিরঅহংকার, রাজপথের নেতা। আওয়ামী লীগে সুসময় কিংবা দুঃসময়- সবসময় রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪শে আগস্ট মারা যান তিনি। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রীদের মধ্যে আইভি রহমান ছিলেন অন্যতম, যিনি ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।