Type to search

অর্থ আত্মসাত মামলায় বিজেএমসি খুলনার সাবেক ব্যবস্থাপক কারাগারে

খুলনা জাতীয়

অর্থ আত্মসাত মামলায় বিজেএমসি খুলনার সাবেক ব্যবস্থাপক কারাগারে

খুলনা প্রতিনিধিঃ  অর্থ আত্মসাতের মামলায় বিজেএমসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক শংকর চন্দ্র ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গতকাল মহানগর দায়রা জজ আদালতে হাজির হন শংকর চন্দ্র ভূঁইয়া। জামিনের আবেদন করলে, তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মামলায় বলা হয়, শংকর চন্দ্র ভূঁইয়া প্লাটিনাম জুবিলি জুট মিলে দায়িত্ব থাকাকালীন পাটপণ্যের ওজনে কারচুপি করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাত করেন।

পরে ২০১৯ সালের ২৬ আগস্ট তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

Tags: