Type to search

অভয়নড়রে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মনিল ইসলাম সাধারণ সম্পাদক রেজাউল করিম

অভয়নগর

অভয়নড়রে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মনিল ইসলাম সাধারণ সম্পাদক রেজাউল করিম

নওয়াপাড়া অফিস:
মনিরুল ইসলাম বাবুকে সভাপতি রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও সেলিম জমাদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর (এনডিএফ) ২৫ সদস্য বিশিষ্ট অভয়নগর উপজেলা কমিটি গঠিত হরেয়ছে। নওয়াপাড়া ইসস্টিটিউটে গত শনিবার উপজেলা কমিটির উদ্যোগে অনষ্ঠিত সম্মেলনে এ কমিটি গঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান, কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবুল হোসেন, নড়াইলের জেলা সহ-সাধারণ সম্পাদক হুমায়ন কবির, যশোর সদর থানার সহ-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতি মনিরামপুর থানা কমিটির সভাপতি পরিতোষ দেবনাথ, জাতীয় ছাত্রদল যশোর জেলার আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মনিরুল ইসলাম বাবুকে সভাপতি, রেজাউল করিমকে সাধারণ সম্পাদক ও সেলিম জমাদ্দারকে সাংগঠনিক করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। সম্মেলনে বক্তব্যে নের্তৃবৃন্দরা বলেন, বিশ্বব্যাপি বাজার ও প্রভাব বলয় পুনর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদীদের যুদ্ধ শুরু হয়ে গেছে। বিশ্বব্যাপি মন্দা মহামন্দার দিকে ধাবিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব এখন পৃথিবীর দেশে দৃশ্যমান। এমন পরিস্থিতিতে বিশ্বের শ্রমিকশ্রেণি ও জনগণকে আগ্রাসীযুদ্ধের বিরুদ্ধে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বাজারে টিকে থাকতে আন্দোলন-সংগ্রামের বিকল্প নাই। আর আন্দোলন-সংগ্রামের প্রয়োজনের সংগঠন প্রস্তুতি আজ সময়ের দাবি। শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, রেশনিং, কৃষির উপকরণের দাম কমিয়ে পর্যাপ্ত সরবরাহ ও উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত, সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্যসহ জরুরি দাবি নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জনগণের পাশে থেকে লড়াই করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *