Type to search

অভয়নগের মুক্তিপনের দাবিতে অপহরণের পর কলেজ ছাত্র খুন

অভয়নগর

অভয়নগের মুক্তিপনের দাবিতে অপহরণের পর কলেজ ছাত্র খুন

স্টাফ রিপোর্টার-
যশোরের অভয়নগর উপজেলার পোড়াখালি গ্রামের কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুর(১৭)কে অপহরণ করে হত্যা করা হয়েছে। তার মরদেহ পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। একইসাথে দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বাবুর ব্যবহৃত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক ও মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান বাবু পোড়াখালি গ্রামের ইমরান গাজীর ছেলে। সে উপজেলার মডেল কলেজের এবছর এইচ এসসি পরীক্ষার্থী ছিলো। আটককৃতরা হলো একই গ্রামের সরোয়ার খন্দকারের ছেলে রিফাত হোসেন আউস ও ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের আব্দুল লতিফ পাটোয়ারির ছেলে আব্দুর রাজ্জাক। অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, গত ১ জুন বাড়ি থেকে ডেকে নিয়ে বাবুকে অপহরণ করা হয়। গত বুধবার তার পরিবারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণের কথা উল্লেখ করে অভয়নগর থানায় জিডি করা হয়। অপহরণকারীরা বাবুর মোবাইল দিয়েই মুক্তিপনের টাকা দাবি করে। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করে এবং বুধবার রাতে অভয়নগর ও ঝিনাইদহের কোর্টচাঁদপুরে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে বাবুর মরদেহ পোড়াখালি গ্রামের পাশ্ববর্তী বাওড় থেকে উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে অপহরণের দিন রাতেই তারা বাবুকে হত্যা করে। তিনি আরো জানান, আটককৃতদের আসামি করে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা গ্রহণ করা হবে। নাম প্রকাশে অনইচ্চ’ুক এলাকার কয়েকজন জানান, অপহরণকারী চক্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদকে বাধা দেওয়ার কারনে নুরুজ্জামানকে খুন করা হয়েছে। তবে পুলিশ মাদকের বিষয়টি এড়িয়ে যায়। নিহত নূরুজ্জামান পিতার এক মাত্র পুত্র। এছাড়া তার দুইটি বোন আছে। পুত্রের শোকে পিতা অচেতন অবস্থায় রয়েছে। তার সাথে কথা বলা সম্ভাব হয়নি।