Type to search

অভয়নগরে  ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত 

অভয়নগর

অভয়নগরে  ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত 

 

স্টাফ রিপোটার-অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ (২১ জানুয়ারী ২০২০) ৮ দলীয়  ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ অধ্যক্ষ শেখ অাব্দুল ওহাব।  অভয়নগর,বানিপুর,বগুড়াতলা(এ, বি,বি)অায়োজনে ফুটবল টুর্নামেন্ট এ অংশগ্রহণ  করেছে শক্তিশালী সুন্দলী ও শক্তিশালী বানিপুর ফুটবল একাদশ।উক্ত খেলায় চ্যাম্পিয়ান হয় সুন্দলী ফুটবল একাদশ। ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরনি অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন তরুণদেরকে মাদক থেকে ফিরিয়ে খেলার মাঠে অানতে হবে।নিয়মিত খেলাধুলা করলে তরুণ কিশোরদের মানসিক ও শারিরীক বিকাশ ঘটে।তাই মাদকে না বলি খেলার মাঠে ফিরে অাসি।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করন ইউপি সদস্য কওছার অালী।উক্ত অনুষ্ঠানে অারও উপস্থিত ছিলেন ইউনিয়ন অাওমীলীগের সাধারণ সম্পাদক মল্লিক শওকত হোসেন,উপজেনা যুবলীগের যুগ্ন অবায়ক অর্জুন কুমার সেন,ছাত্রলীগের যুগ্ন অাহবায়ক সরদার জসীম উদ্দীন,অাওয়ামিলীগ নেতা অাব্দুর সবুর,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.সুজন মোল্যা সহ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে ফুটবলপ্রেমিরা সুন্দর পরিবেশে খেলা উপভোগ করেন।