অভয়নগর রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
ব্রিটিশ কাউন্সিলের পি ফর ডি প্রকল্প ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ,বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশনের
অংশিদারিত্বে ও রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস( ৯ডিসেম্বর২০১৯ইং)
উদযাপন হয়।এ উপলক্ষে র্্যালি আলোচনা সভা,মানব বন্ধন ও
সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন যশোর ৮৮/৪ এর মাননীয় সাংসদ বাবু রনজিত কুমার রায়,এবং অভয়নগর
উপজেলার ইউ এন ও স্যার।এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের পি ফর ডি প্রকল্পের যশোর জেলায় কর্তব্যরত ডি
এফ খোদেজা বেগম, সি আর সি। অভয়নগর উপজেলার দুর্নীতি
বিরোধী কমিটির সভাপতি জনাব মোঃমতলেব সরদার(অধ্যক্ষ
ভবদাহ ডিগ্রি কলেজ) অভয়নগর উপজেলার দুর্নীতি বিরোধী কমিটির সাধারন সম্পাদক শুনিল দাস
(সিনিয়র শিক্ষক শংকর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়) অভয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মোঃআক্তারুজ্জামান তারু,
সুন্দলি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিল,সোনালি ব্যাংকের ম্যানেজার, সাউদার্ন ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের
(সি এস ও প্রতিনিধি )এবং টিওটি শ্যামল রায়, টিওটি শংকর মল্লিক
বিবেকানন্দ যুব সংঘের সভাপতি-ধীমান রায় সহ-সভাপতি-বিধান রায়
সাধারণ সম্পাদক-মিন্টু কুমার রায়,
সহ-ক্যাশিয়ার-প্রসেনজিৎ রায় এবং
সুন্দলি,চলশিয়া,পায়রা ইউনিয়নের সকল সি এস ও প্রতিনিধি ও
ম্যাপ সদস্য বৃন্দ।